ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা এত দিন ছিল শুধু এবি ডি ভিলিয়ার্সের। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডও। ডাবলিনে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ফোর্ড ফিফটি করেছেন ১৬ বলে।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টসে হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ফোর্ড ব্যাট করতে নামেন ৮ নম্বরে, ৪৪তম ওভারের প্রথম বলে রোস্টন চেজ আউট হয়ে যাওয়ার পর। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৬ উইকেটে ২৪৬।
ব্যারি ম্যাকার্থির ওই ওভারে চারটা বলে খেলে ১ ছক্কায় ৭ রান করেন ফোর্ড। ঝড় তোলেন পরের ওভারে জশ লিটলকে পেয়ে, চারটা ছক্কা মারেন তাঁকে। টমাস মায়েসের করা পরের ওভারে ফোর্ড খেলেন তিন বল, রান করেন ১১।
ওই ওভার শেষে ফোর্ডের রান দাঁড়ায় ১৩ বলে ৪২। এরপর আবার বল হাতে আসেন ম্যাকার্থি, প্রথম বলে রান না নিতে পারলেও পরের নো বলে ছক্কা মারেন ফোর্ড, ফ্রি-হিটে আবার ছক্কা। ব্যস, ফোর্ড ছুঁয়ে ফেলেন ডি ভিলিয়ার্সকে।
মজার ব্যাপার হচ্ছে, ডি ভিলিয়ার্স রেকর্ডটা গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১৫ সালে জোহানেসবার্গে। ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে এই দুজনের পরেই আছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও কুশল পেরেরা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। ১৭ বলে ফিফটি করেছেন তাঁরা চারজনেই।
জয়সুরিয়া করেছিলেন ১৯৯৬ সালে সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে, একই দলের বিপক্ষে ২০১৫ সালে কুশল পেরেরা। ২০১৫ সালেই শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে ১৭ বলে ফিফটি করেন গাপটিল, ২০২২ সালে আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে লিভিংস্টোন।
ফিফটির রেকর্ডে অন্য একজন ভাগ বসালেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে এখনো ডি ভিলিয়ার্সের একক মালিকানা। ২০১৫ সালে জোহানেসবার্গেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ডি ভিলিয়ার্স ১০০ করেছিলেন ৩১ বলে!
আজ ডাবলিনে ফোর্ডের রেকর্ড ছোঁয়া ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ৩৫২ রান। সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আইরিশরা।