১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায়

0
21
বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে মাসখানেক আগে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯ জেলার মানুষ। বন্যা পরিস্থিতি আর না থাকলেও ভয়াবহতার ছাপ রয়ে গেছে। এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। বসতভিটা হারিয়ে অনেকেই বাস করছেন অন্যের আশ্রয়ে। ফসল ও কর্ম হারিয়ে অনেকেই নিঃস্ব।
 
এরই মধ্যে সাম্প্রতিক এ বন্যায় ক্ষয়ক্ষতির সবশেষ হিসাব প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম
 
উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যায়।
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
ক্ষয়ক্ষতির এই হিসাবের পাশাপাশি উপদেষ্টা আরও জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।
 
একইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে এ টাকা। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে এ টাকা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.