ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। সোমবার সন্ধ্যা ৬টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা শুরু হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ১২৪টি কেন্দ্রের মধ্যে ১০৯ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৫০৬৬ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান ১১৯৬ ভোট, একতারা প্রতীকের প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ৪৯৪৪ ভোট পেয়েছেন।
এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৭৮৯ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ৫৫ ভোট, ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৪৩ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৩৬ ভোট এবং সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান ১৭৮ ভোট পেয়েছেন।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৫ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, ‘ভোটার টার্নআউট ঢাকার বিষয় বলব কম। খুবই কম। আমরা প্রকৃত হিসাব এখনো পাইনি। তবে ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে।’