‘১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে’

0
154
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রাজনৈতিক সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটি সমাবেশের আয়োজন করেছে। ইসি অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি।’

অনুমতি ছাড়া করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।’

অশোক কুমার গণমাধ্যমকর্মীদের জানান, ‘ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।’

ইইউ টিমে ছিলেন-ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.