১টি এসএমজি ১৪ লাখ টাকাসহ আটক ৪, কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান

0
23
৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি সাব-মেশিনগান, ১৪ লাখ টাকাসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সি-৬ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ৪ জন হলেন বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২); সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫); ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। তাঁর সবাই ডাকাত দল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, আশ্রয়শিবিরে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়। অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা টাকাও অস্ত্রের লেনদেনের জন্য মজুত করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূল হোতা। নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন চারজনকে গ্রেপ্তার এবং অস্ত্র-টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ সোমবার সকালে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.