১ ঘণ্টা ৮ মিনিটেই সিওনতেকের ফ্রেঞ্চ ওপেন জয়

0
107
সিওনতেকের হাতে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি—এমন ছবি টানা তৃতীয়বার দেখল রোলাঁ গারো, রয়টার্স

ইগা সিওনতেক প্যারিসে যাবেন, বাড়িতে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়ে—এটি যেন নিয়তি নির্ধারিত! এবারও ব্যতিক্রম হলো না সেই ধারার। আজ ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ের হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা। একপেশে লড়াইটা জিততে মাত্র ১ ঘণ্টা ৮ মিনিট সময় নিয়েছেন এ নিয়ে চারবার ফ্রেঞ্চ ওপেনজয়ী সিওনতেক।

জয়ের পর ইগা সিওনতেক, রয়টার্স

অথচ আজ প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনিই শুরুতে এগিয়ে গিয়েছিলেন ২-১ গেমে। সেটি যেন অহমে ঘা দিয়েছিল বিশ্বের ১ নম্বর নারী খেলোয়াড়কে। এরপর টানা ১০টি গেম জেতেন সিওনতেক। দ্বিতীয় সেটে ২৩ বছর বয়সী সিওনতেক ৫-০ গেমে এগিয়ে যাওয়ার পর আরেকটি গেম জিততে সক্ষম হন পাওলিনি। এ নিয়ে রোলাঁ গারোতে টানা ২১টি ম্যাচ জিতলেন সব মিলিয়ে পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা।

বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের (২০০৫-০৭) পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ে হ্যাটট্রিক করলেন সিওনতেক। ২০২২ সালে ইউএস ওপেনজয়ী সিওনতেক ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। এ পর্যন্ত পাঁচবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হলেন সিওনতেক।

পুরুষ এককের ফাইনাল আগামীকাল। মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ ও জার্মানির আলেকসান্দর জভেরেভ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.