১ আগস্ট ঢাকায় জামায়াতের সমা‌বে‌শের ডাক

0
167

তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে সুষ্ঠু নির্বাচন, দ‌লের আ‌মিরসহ নেতাকর্মী‌দের মু‌ক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রো‌ধের দা‌বি‌তে আগামী ১ আগস্ট রাজধানী‌তে সমা‌বেশ করতে চায় জামায়া‌তে ইসলামী। ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহ‌রে এবং ৩০ জুলাই জেলা সদ‌রে বি‌ক্ষোভ মি‌ছিল কর‌বে দলটি।

সোমবার ভার্চুয়াল সংবাদ স‌ম্মেল‌নে এইসব কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছেন জামায়া‌তের ভারপ্রাপ্ত আ‌মির মুজিবুর রহমান। তি‌নি আশা প্রকাশ ক‌রেন, সং‌বিধান ও আই‌নের প্রতি শ্রদ্ধা দে‌খি‌য়ে ঢাকায় জামায়াত‌কে সমা‌বেশ করার অনুম‌তি দে‌বে পু‌লিশ।

সি‌লেট ও চট্টগ্রা‌মে তিন দফা আ‌বেদন ক‌রেও সসা‌বে‌শের অনুম‌তি পায়‌নি জামায়াত। য‌দিও গত ১০ জুন ঢাকায় সসা‌বে‌শের অনুম‌তি পে‌য়ে‌ছিল দল‌টি। এক দশক পর জামায়াত‌কে অনুম‌তি দেওয়ায়  রাজনী‌তি‌তে আ‌লোচনা সৃ‌ষ্টি হয়। যুদ্ধাপরা‌ধের বিচা‌রে এক যুগ কোণঠাসা অবস্থায় থাকা জামায়াত, ওই সমা‌বে‌শের পর প্রকাশ্য রাজনী‌তি‌তে ফেরার চেষ্টা কর‌ছে।

বিপ‌দে পা‌শে পাওয়া যায় না অ‌ভি‌যোগ তু‌লে বিএন‌পির স‌ঙ্গে দূরত্ব তৈ‌রি ক‌রে‌ছে জামায়াত। ‌সরকার পত‌নের একদফার আ‌ন্দোল‌নে শা‌মিল হয়‌নি। য‌দিও জামায়াত বল‌ছে, বিএন‌পি তা‌দের ডা‌কে‌নি একদফার আ‌ন্দোল‌নে।

ভার্চুয়াল সংবাদ স‌ম্মেল‌নে জামায়াতের ভারপ্রাপ্ত আ‌মির ব‌লেন, ‘আওয়ামী লী‌গের অধী‌নে সংসদ থে‌কে ইউ‌ননিয়ন প‌রিষদ কো‌নো নির্বাচনই সুষ্ঠু হয়‌নি, হ‌বেও না। আওয়ামী লীগ আরও এক‌টি একতরফা নির্বাচ‌নের ষড়যন্ত্র কর‌ছে। কেয়ার‌টেকার সরকার ছাড়া জনগণ কো‌নো নির্বাচন মান‌বে না। ভোট হ‌তে দে‌বে না। জামায়াত দলীয় সরকা‌রের অধী‌নে নির্বাচ‌নে অংশ নেবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়া‌তের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.