হোয়াইটওয়াশ এড়াতে শনিবার মাঠে নামছে বাংলাদেশ

0
13
ভারত ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। তাই তৃতীয় ম্যাচটি টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেই লক্ষ্যে আগামীকাল (শনিবার) হায়দরাবাদে স্যামসন-হার্দিকদের মুখোমুখি হবে শান্ত-লিটনরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
 
টেস্টের পর টি-টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পাচ্ছে না বাংলাদেশ। যার ফলে প্রশ্নবিদ্ধ টাইগারদের অ্যাপ্রোচ। ভারতের তরুণ দলের কাছে প্রথম দুই ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হাথুরুসিংহের শিষ্যরা। স্বাগতিকদের পাওয়ার হিটিং চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, শান্ত, মিরাজদের দুর্বলতা।
 
প্রথম ম্যাচে গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
 
দ্বিতীয় ম্যাচে দিল্লিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২২২ রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে টাইগাররা। এতে ৮৬ রানের জয় পায় ভারত।
 
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচে জয় তুলতে না পারলে, টি-টোয়েন্টি সিরিজেও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে শান্ত লিটনদের।
 
শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। ফিরতে পারেন শেখ মেহেদিও। শনিবার সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ম্যাচে কোন প্রভাব পড়বে না।
 
উল্লেখ্য, ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৬ টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ১৫টিতেই জয় পেয়েছে ভারত। আর একটি মাত্র জয় শান্ত-লিটনদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.