হুমকির পর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

0
169
উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের ৬৬ মিনিট পর জাপান সাগরে এসে পড়ে।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। খবর বিবিসির

জাপানের কোস্টগার্ডও জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পরই উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়। তারা জানায়, মহড়া দেওয়া হলে ‘অভাবনীয়’ ব্যবস্থা নেওয়া হবে।

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, এ বছর ২০টি মহড়া দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া। যার মধ্যে থাকবে বড় স্থল মহড়া। তারা বলেছে, ‘শয়তানি-ভরা ক্রিমিনালরা ইচ্ছেকৃতভাবে এ অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টে এসব মহড়া দেবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.