বয়স মাত্র ৩৩। এই বয়সে ইউরোপের শীর্ষ ফুটবল কিংবা জাতীয় দলে জায়গা হারালে সৌদি, যুক্তরাষ্ট্র, কাতারের ক্লাব ফুটবলকে বেছে নেন অনেকে। কিন্তু থিয়াগো আলকানতারা ওই পথে হাঁটেননি। পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি।
ফুটবল দলবদলের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো এমনটাই জানিয়েছেন। ইনজুরি জর্জরিত তার ক্যারিয়ার। সর্বশেষ মৌসুমে অধিকাংশ সময় লিভারপুলের বেঞ্চে ছিলেন। গত মৌসুমে খেলতে পেরেছেন মাত্র ৯৮ মিনিট।
যে কারণে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না তার। আলকানতারা চেষ্টা করেছিলেন লা লিগার ক্লাব জিরোনায় যাওয়ার। ওই আলাপ-আলোচনাও সামনে এগোয়নি। যে কারণে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো ক্লাবে খেলা আলকানাতারা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
ডিফেন্সিভ এই মিডফিল্ডারের বেড়ে ওঠা বার্সা একাডেমিতে। ক্লাবটিতে তিনি চার মৌসুম খেলেছেন। এরপর বায়ার্ন মিউনিখে সাত মৌসুমে সব শিরোপা জিতেছেন। লিভারপুলে খেলেছেন চার মৌসুম। আলকানতারা চারটি লা লিগা, সাতটি জার্মান লিগ জিতেছেন। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।
আলকানতারার বাবার নাম মাজিনহো। যিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তবে এই মিডফিল্ডার খেলেছেন স্পেনের হয়ে। দেশের জার্সিতে ৪৬ ম্যাচ খেলেছেন তিনি। তার অন্য ভাই রাফিনিয়া আলকানতারা খেলেছেন ব্রাজিলের হয়ে।