হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার গুঞ্জন, যা বলছে ইসরায়েল

0
13
হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাম্প্রতিক অভিযানে সম্ভবত তিনি নিহত হয়েছেন। বিষয়টি এখন যাচাই করছে দেশটি। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার মরদেহের তিনটি ছবিও ভাইরাল হয়েছে। ওই মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং এর ডিএনএ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

যদিও হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছিল হামাস।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার (১৬ অক্টোবর) গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়। হামলার পর সেনারা সেখানে গেলে ইয়াহিয়া সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে ইয়াহিয়া সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.