হামলায় ক্ষতিগ্রস্ত ছায়ানট পরিদর্শনে ফারুকী

0
22
সাংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছায়ানট পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার এই পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাইরে কঠোর নিরাপত্তা দিয়েছে বিজিবি ও পুলিশ।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে যান মোস্তফা সরয়ার ফারুকী।

‎এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে, ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

‎এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর আসতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। বিক্ষোভের আগুন গিয়ে লাগে ছায়ানটেও। বিক্ষুব্ধরা ধানমন্ডির ছায়ানট ভবন ভাংচুরের পাশাপাশি সেখানে অগ্নিসংযোগও করে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.