হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

0
7
হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সেকশন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার পায়ে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

রাজবংশীকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একইদিন ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, রাত সোয়া ১২টার দিকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান বলে জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.