হাইতিতে সহিংসতায় সাড়ে ৭ মাসে নিহত ২৪০০: জাতিসংঘ

0
185
হাইতিতে সহিংসতা বাড়তে থাকায় রাজধানী ছেড়ে যাচ্ছে অনেক মানুষ - এএফপি

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে বিভিন্ন পক্ষের সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই হাজার চারশ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

জাতিসংঘ প্রকাশিত তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইতিতে সহিংসতায় নিহত বেশির ভাগ মানুষের প্রাণ গেছে দেশটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী চক্রের নৃশংসতায়। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আইন হাতে তুলে নেওয়া সাধারণ মানুষের গণপিটুনিতেও প্রাণ গেছে অপরাধ চক্রের সঙ্গে জড়িত কয়েকশ’ মানুষের।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে মুখপাত্র রাভিনা শ্যামদাসানি সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত হাইতিতে অন্তত ২ হাজার ৪৩৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৯০২ জন।’

তিনি আরও উল্লেখ করেন, দেশটিতে উল্লেখিত সময়ে ৯৫১ জন অপহরণের শিকার হন।

লোকজনের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এ ক্ষেত্রে শঙ্কা বাড়াচ্ছে- এমন মন্তব্য করে রাভিনা বলেন, গত ২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়ে সাড়ে তিনশ’র বেশি মানুষের প্রাণ গেছে স্থানীয় লোকজনের গণপিটুনিতে।

তিনি জানান, নিহত এই সাড়ে তিনশ’ জনের মধ্যে ৩১০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.