হলান্ডের গোলের রেকর্ড, গার্দিওলার সিটির ১০০০তম গোল

0
140
আগেই গোলের রেকর্ড গড়েছেন হলান্ড। ফোডেন সিটির মাইলফলকসূচক গোল এনে দেওয়ার পর অভিনন্দন জানাতে ছুটলেন, ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটি ৩-০ ওয়েস্ট হাম ইউনাইটেড

জ্যাক গ্রিলিশের থ্রু পাস থেকে ৭০ মিনিটে আর্লিং হলান্ড যখন বলটা পেয়ে গেলেন সামনে শুধু ওয়েস্ট হামের গোলকিপার লুকাস ফাবিয়ানিস্কি। হলান্ডের লব পোলিশ গোলকিপারের যেমন ধরার সাধ্য ছিল না, তেমনি প্রিমিয়ার লিগে এ মৌসুমে হলান্ডের ৩৫ নম্বর গোলও আপাতত ধরা-ছোঁয়ার বাইরে। আর লিগ শেষে গোলের রেকর্ড কোন উচ্চতায় তুলবেন, তা অনুমানও রোমাঞ্চকর।

হলান্ড গোল করলেই যেহেতু রেকর্ড বই খুলতে হয়, তাই রেকর্ডের কথাই আগে হোক। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়লেন নরওয়ে স্ট্রাইকার। তাতে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড।

লিগে এটি হলান্ডের ৩১তম ম্যাচ। ম্যানচেস্টার সিটির হাতে আছে আরও ৫ ম্যাচ। রেকর্ডটি আরও উঁচুতে তুলতে হলান্ড সময় পাচ্ছেন বৈকি। সিটিও হেসেখেলে এগিয়ে যাচ্ছে শিরোপা জয়ের পথে। ইতিহাদে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল। ৩৩ ম্যাচে সিটির সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

 প্রিমিয়ার লিগে এক মৌসুমে গোলের রেকর্ড গড়ার পর হলান্ড
প্রিমিয়ার লিগে এক মৌসুমে গোলের রেকর্ড গড়ার পর হলান্ড, ছবি: রয়টার্স

ওয়েস্ট হাম বক্সের সামনে আজ দাপিয়ে খেলেছেন গ্রিলিশ। ৫০ মিনিটে সিটির প্রথম গোলেও আছে তাঁর অবদান। ফ্রি কিকটি ফেলেছিলেন একদম নাথান একের সামনে। হেডে গোল করতে ভুল হয়নি ডাচ ডিফেন্ডারের। প্রথমার্ধে ওয়েস্ট হামের গোছাল রক্ষণের সামনে ভুগেছে সিটির আক্রমণ ও মাঝমাঠ। আর তাতে এই মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে লিগ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ করে সিটি। কিন্তু বিরতির পর ৩ গোলে সিটি শুধু শীর্ষেই ফেরেনি, কোচ পেপ গার্দিওলার সময়ে ১০০০তম গোলের দেখাও পেয়েছে।

ফিল ফোডেনের দুর্দান্ত ভলি থেকে ৮৫ মিনিটে মাইলফলকসূচক গোলটি পেয়েছে সিটি। ওয়েস্ট হামের এক খেলোয়াড়ের পায়ে লেগে বলের গতি পরিবর্তন হওয়ায় ওয়েস্ট হাম গোলকিপার ফাবিয়ানিস্কির কিছু করার ছিল না। বিবিসি জানিয়েছে, পেপ গার্দিওলার অধীনে এটি সিটির ১০০০তম গোল।

লিভারপুল ১-০ ফুলহাম

পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহর গোলে জিতেছে লিভারপুল। ৩৮ মিনিটে ইসা দিওপ নিজেদের বক্সে ফাউল করে বসেন লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েজকে। পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে লিগে এ মৌসুমে নিজের ১৮তম গোলটি তুলে নেন সালাহ। ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে গোল করলেন মিসরীয় তারকা।

পেনাল্টি থেকে গোলের পর সালাহর উদ্‌যাপন
পেনাল্টি থেকে গোলের পর সালাহর উদ্‌যাপন, ছবি: রয়টার্স

তবে ফুলহামও গোলের সুযোগ পেয়েছিল। ৭৭ মিনিটে কার্লোস ভিনিসিয়ুসের শট এক হাতে অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন লিভারপুল গোলকিপার আলিসন। ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভাপরপুল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। আজকের জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার আশা জিইয়ে রাখল লিভারপুল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.