রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে গত শনিবার রাতে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পরে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা হল থেকে বের হয়নি বলে জানা গেছে।
এ দিন ক্যাম্পাসের কোথাও কাউকে জড়ো হতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে পারেন বলে জানা গেছে।
এদিকে সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা সভা রয়েছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।
অপরদিকে তৃতীয়দিনের মতো বন্ধ রয়েছে বিনোদপুর বাজার। শনিবার সন্ধ্যায় এই বাজারে সংঘাতের সূত্রপাত হলে রাত থেকেই দোকানপাট বন্ধ হয়ে যায়।
আরএমপির উপ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জী জানান, পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।