হঠাৎ গাড়িতে আগুন! অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পারশা মাহজাবীন

0
17
নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা

আজ শনিবার এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা, অভিনেত্রী পারশা মাহজাবীন। জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার সময় তিনি যে গাড়িতে করে রাস্তায় বের হয়েছিলেন, সেটিতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি। নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা।

আজ দুপুরে ফেসবুকে পারশার দেওয়া এক পোস্টে লেখা ছিল এ রকম, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’

পারশা মাহজাবীন
পারশা মাহজাবীন, শিল্পীর সৌজন্যে

ফেসবুক পোস্টের সূত্র ধরে কথা হয় পারশার সঙ্গে। তিনি প্রথম আলোকে বললেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এরপর তাঁকে নিয়ে আলোচনা হয়। গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাঁকে।

২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.