
২০২০ সালে তিনি জিতেছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট। মুকুট জেতার আগেই অভিনয় করে এসেছিলেন বলিউডের সিনেমায়। তিনি বাংলাদেশি মডেল তানজিয়া মিথিলা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার পর পেশা হিসেবে বেছে নেননি অভিনয়কে। পেশা হিসেবে বেছে নিয়েছেন মডেলিং। দেখে নেওয়া যাক এই মডেলের কিছু ছবি।



তাই তো কেউ কেউ মজা করে বলছেন, গোলাপি মিথিলা এখন লস অ্যাঞ্জেলেসে ছবি : মিথিলার ফেসবুক

যুক্তরাষ্ট্রে এখন চেরি ব্লসম মৌসুম চলছে। এই সময়টায় ঘুরে ঘুরে চেরি ব্লসমের সৌন্দর্যও উপভোগ করছেন মিথিলা ছবি : মিথিলার ফেসবুক
মনের আনন্দে ঘুরতে ঘুরতে মিথিলা যান ক্যালিফোর্নিয়ার মালিবু সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করতে। নৈসর্গিক সৌন্দর্য শুধু নিজে উপভোগ করেননি, অন্যদের তা প্রকাশিত স্থিরচিত্রে উপভোগের সুযোগ করে দিয়েছেন ছবি : মিথিলার ফেসবুক

পাম ট্রিস, ওশান ব্রিজ, সল্টি এয়ার সান কিসড হেয়ার—এমন ক্যাপশনজুড়ে দিয়ে মালিবু সমুদ্রসৈকতের কয়েকটি স্থিরচিত্র ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেছেন ছবি : মিথিলার ফেসবুক

বিনোদন অঙ্গনে কাজের শুরুতে শুধুই মডেল ছিলেন তানজিয়া জামান মিথিলা। একটা সময় এসে চলচ্চিত্রে অভিষেক হয়, তা-ও আবার বলিউডের ছবি দিয়ে। ‘রোহিঙ্গা’ নামের সেই ছবিটি মুক্তিও পেয়েছে ছবি : মিথিলার ফেসবুক

বলিউডি এই ছবিতে মিথিলার কাজের অভিজ্ঞতা মজার এবং ভয়ংকর ছিল। কারণ হিসেবে বলেছিলেন, ভারতের আসামের একদম শেষ সীমানা চানডুবি নামক এলাকাতে শুটিং বেশি হয়েছে। চারদিকে পাহাড়। নিচে জঙ্গল ও পাহাড়ি নদী। দারুণ একটি জায়গা। চানডুবিতে একটি সরকারি পিকনিক স্পটে তাঁবু গেড়ে থাকতেন। পাশেই জঙ্গল, পাহাড় ও নদী। দিবাগত রাত ১২টার পর বের হওয়া যেত না। বুনো হাতির দল আসত ছবি : মিথিলার ফেসবুক

সিনেমায় শুটিং করার পর থেকে আর সেভাবে র্যাম্পে কাজ করছেন না বলে জানান মিথিলা। এখন সিনেমা নিয়েই বেশি ভাবছেন তিনি। বলিউডে আরও একটি কাজ হতে পারে সেই আভাসটাও দিয়েছেন মিথিলা ছবি : মিথিলার ফেসবুক