স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা

0
13
স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’–এর ব্যানারে আন্দোলনকারীরা। তারা ঘোষণা দিয়েছে, উপদেষ্টা পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার মশাল মিছিল হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রার আয়োজন করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান।

এর আগে উপদেষ্টার পদত্যাগসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে। পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয়। সেখানে পুলিশের সাথে হাতাহাতি-ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটে। ব্যারিকেড ভাঙার চেষ্টাও করে আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা এসময় ‘বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়’সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে।

পরে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে তারা মিছিল নিয়ে ফিরে আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.