স্কুলছাত্র ও বিএনপি নেতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই মামলা

0
35
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দুজনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও দুটি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খুনের পৃথক দুটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই দুটিসহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি খুনের মামলা এবং একটি অপহরণ মামলা।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে নবম শ্রেণির ছাত্র লিটন হাসানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই মো. মিলন।

বাদীর আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ৪ আগস্ট মিরপুর গোলচত্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল নবম শ্রেণির ছাত্র লিটন হাসান। এ সময় তাকে গুলি করা হয়। পরদিন আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে সে মারা যায়।

মামলায় বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যদের নির্দেশে আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়।

মামলার উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কামাল আহমেদ মজুমদার, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৪৮ জন।

বিএনপি নেতা হত্যার অভিযোগে মামলা

মিরপুরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল্লাহ কবিরকে হত্যার অভিযোগের শেখ হাসিনাসহ ৬৭ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী আফসানা আক্তার।

মামলার আরজিতে বলা হয়েছে, ৪ আগস্ট দুপুরে মিরপুর–১০ গোলচত্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ কবির। প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি চালায়। ১০ নম্বর গোলচত্বরের কাছে আইডিয়াল স্কুল কলেজের সামনে অবস্থান করা আবদুল্লাহ কবিরের বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কামাল আহমেদ মজুমদার, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.