সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস

0
37
মূল্যস্ফীতি
চলতি বছরের আগস্ট মাসের তুলানায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্টে মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৯ শতাংশ থাকলেও গত মাসে ৯ দশমিক ৯২ শতাংশ দাঁড়িয়েছে।
 
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে আরও বলা হয়, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৬ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ১০ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া আগস্টে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৪ শতাংশ থাকলেও গত মাসে তা কমে ৯ দশমিক ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
 
এর আগে, চলতি বছরের জুলাইয়ে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে দাঁড়ায়, যা জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
 
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংকর্তৃক প্রতিমাসে মাঠ পর্যায় হতে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহপূর্বক সংগৃহীত উপাত্তসমূহ বিশ্লেষণ করে ভোক্তা মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী, শহর) এবং মূল্যস্ফীতির হার প্রণয়ন করা হয়।
 
সূচকসমূহ এবং মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত এ তিন ভাগে আলাদাভাবে প্রস্তুতপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়। সে অনুযায়ী ভিত্তি সূচক ২০২১-২২= ১০০ অনুসারে ভোক্তা মূল্য সূচক ও মূলাস্ফীতির হার নিয়ে সারণিসহ উপস্থাপন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.