সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ প্রধান উপদেষ্টার

0
12
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী জাগরণের প্রতিকৃৎ, সমাজ সংস্কারক মহীয়সী বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ দিয়েছেন।
 
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস’ এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
 
এ ধরনের সিরিজ পুরস্কারের নাম প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সেটার একটা নাম হতে পারে। আমি একটা নাম সাজেস্ট করছি, অন্যরা আরও নাম দিতে পারে। সুলতানার স্বপ্ন ২০২৪, সুলতানার স্বপ্ন ২০২৫। কারণ সুলতানা সেখানে থেমে যায়নি। এটা চলছে, চলমান চিন্তা।
 
তিনি বলেন, এই সিরিজ, যে চিন্তা সবচেয়ে ভালো হয়েছে সেটা পুরস্কার পাবে। কিন্তু তার মধ্যে আন্তঃবছর পুরস্কারগুলো দেখা, কে কী বললো, কে কী চিন্তা করলো এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা। সারা দেশব্যাপী প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন ২০২৪ কে পাবে, কী চিন্তা এসেছে এবার তাহলে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে
 
ড. মুহাম্মদ ইউনূস বলেন, কুসংস্কারমুক্ত সুন্দর সমাজ গড়তে যিনি সবচেয়ে ভালো আইডিয়া দিতে পারবেন তাকে এই পুরস্কার দেওয়া হবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.