সিলেটে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু-পাথর জব্দ

0
41
বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিলেটের গোয়াইনঘাটে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (১৫ অক্টোবর) এসব পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
 
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে ৯ লাখ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও দুটি পাথর ভাঙার মেশিনসহ পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিটের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.