
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪ পুরস্কার দিতে মঞ্চে দাবার ‘রানি’
বাংলাদেশের দাবার ‘রানি’খ্যাত রানি হামিদ মঞ্চে উঠলেন। সবার শ্রদ্ধার পাত্র এই ক্রীড়াবিদ বললেন, এবার প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
সঞ্চালক বললেন, কান পাতলেই বাংলার আকাশে–বাতাসে প্রতিধ্বনিত হয় ঋতুপর্ণা চাকমা! পুরস্কারটি পেয়ে কেমন লাগছে? ঋতুপর্ণা বললেন, ‘সবাইকে ধন্যবাদ। পরিবার থেকে টিমমেটদেরও ধন্যবাদ। এটা আমার জন্য বড় অর্জন।’
পায়ের জাদু প্রসঙ্গে ঋতুপর্ণা বললেন, ‘জাদু বলতে কিছু নেই। এটা হলো কঠোর পরিশ্রম।’


পাঠকের ভোটে বর্ষসেরা পুরস্কার ২০২৪ কে?
শেষ পুরস্কার।
পুরস্কারটি দিতে মঞ্চে উঠলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ২০০৪ সালে প্রথম আলোর প্রথম বর্ষসেরা খালেদ মাসুদ।
বিশেষ এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করলেন তিনি, ‘পাঠকের ভোটে প্রথম আলো বর্ষসেরা ঋতুপর্ণা চাকমা।’
দুটো ট্রফি হাতে ঋতুপর্ণা বললেন, ‘বাংলাদেশকে আমরা শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চেও নিয়ে যেতে চাই।’


এক ফ্রেমে সব পুরস্কার বিজয়ী

কে কী পুরস্কার পেলেন
আজীবন সম্মাননা: মোশারফ হোসেন শামীম
বর্ষসেরা উদীয়মান: মনন রেজা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: তহুরা খাতুন
বর্ষসেরা রানার আপ (দুজন): মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ
বর্ষসেরা ক্রীড়াবিদ: ঋতুপর্ণা চাকমা
পাঠকের ভোটে বর্ষসেরা: ঋতুপর্ণা চাকমা

শেষ হলো খেলার ভুবনের মানুষদের মিলনমেলা
শেষ হলো মিলনমেলা। সাঙ্গ হলো ক্রীড়া পুরস্কার।
বাংলাদেশের খেলার ভুবনের মানুষদের কাঙ্খিত এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রীড়াবিদদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হলো। ওয়েসিস হলরুম আপাতত ভাঙা হাট হলেও আগামী বছর দেখা হবে আবারও এমনই এক জমকালো অনুষ্ঠানে।