সারা বিশ্বের পারমাণবিক এবং সামরিক গোপনীয়তা ফাঁসের চেষ্টা করছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়ার এনদ্যারিয়াল এবং ওনিক্স নামে দুটি প্রতিষ্ঠান পিয়ংইয়ংয়ের সামরিক এবং পারমাণবিক কর্মসূচির উন্নতির লক্ষ্যে বিশ্বের একাধিক দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশ, পারমাণবিক এবং প্রকৌশল সংস্থাগুলোকে টার্গেট করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়া বিষয়টি সম্পর্কে সতর্ক করেছে।
উত্তর কোরিয়ার সংস্থা দুটি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং অন্যান্য দেশকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি, নাসা এবং প্রতিরক্ষাসংস্থাগুলোকেও টার্গেট করেছে বলে জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এ গ্রুপটি মার্কিন স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর বিরুদ্ধে এক ধরনের অপারেশনের মাধ্যমে তাদের গুপ্তচরবৃত্তির কার্যকলাপে অর্থ জোগায়।
বছরের পর বছর ধরে উত্তর কোরিয়ার হ্যাকারদের এ ধরনের গোপনীয়তা রক্ষার্থে ধারাবাহিক সতর্কতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া।