ক্ষমতার অপব্যবহার করে চার একর খাসজমি দখলের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের কাছে চার একর খাসজমি দখল করে রিসোর্ট নির্মাণ করেছেন। তিনি এক কোটি দুই লাখ ছয় হাজার টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ–দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৮১ লাখ ১ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এ ছাড়া তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ১০টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৬০২ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে বলেও জানিয়েছে দুর্নীতি দমনবিষয়ক সংস্থাটি।