দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।
জহুরুল হক ২০২১ সালের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে যোগদান করেন। গত বছরের ২৯ অক্টোবর তিনি পদত্যাগ করেন। একই দিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।