সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগের আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন।
১৯৭৯ সালে তিনি তৎকালীন কুমিল্লা-৫ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোকাহত।
হাবিব উল্লাহ খানের স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইয়ে তিনি মারা যান। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।