শোয়েব মালিক ও সানিয়া মির্জা। একজন ক্রিকেটার, আরেকজন টেনিস খেলোয়াড়। দুই খেলার এই দুই তারকা একসঙ্গে ‘জীবনের জুটি’ বেঁধেছিলেন ২০১৩ সালে। একমাত্র ছেলে ইজহান মির্জা–মালিককে নিয়ে ভালো চলছিল তাঁদের সংসার।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদমাধ্যমসহ বিভিন্ন জায়গায় একটি গুঞ্জন চলছে তাঁদের নিয়ে—শোয়েব আর সানিয়ার বিচ্ছেদ হয়ে গেছে! ভেঙে গেছে দুজনের সাজানো সংসার।
সানিয়ার পারিবারিক ইফতারে নেই শোয়েব মালিক, তাহলে কি…
গুঞ্জনের শুরু হয় সানিয়া মির্জা শোয়েব মালিককে ছাড়াই ছেলে ইজহানসহ তাঁর পরিবারের কয়েকজনকে নিয়ে ওমরাহ করে আসার পর থেকে। এরপর পবিত্র রমজানের সময় সানিয়া তাঁর বাড়িতে ছেলে ইজহানকে নিয়ে ইফতার করার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানেও শোয়েব ছিলেন না।
এতে গুঞ্জনের পালে নতুন করে বাতাস লাগে। এ ছাড়া এই মুহূর্তে শোয়েব একা দুবাইতে থাকছেন। ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া ছেলেকে নিয়ে থাকছেন ভারতে। সব মিলিয়ে অনেকেই বলতে শুরু করেন, তাঁরা প্রকাশ না করলেও সত্য যে দুজনের ছাড়াছাড়ি হয়ে গেছে!
আসল ব্যাপারটা কী—এটা জানতে শোয়েব মালিককেই সরাসরি প্রশ্ন করেছিলেন জিও নিউজের প্রোগ্রাম ‘স্কোর’–এর উপস্থাপক। শোয়েব এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। উপস্থাপক প্রশ্ন করেছিলেন, ‘চারদিকে গুঞ্জন, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনি কী বলবেন?’ এর উত্তরে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক বলেছেন, ‘এমন কিছু নয়। ঈদে আমরা একসঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো।’
গ্র্যান্ড স্লামকে বিদায় জানানো সানিয়া মির্জাকে যে বার্তা দিলেন স্বামী শোয়েব মালিক
শোয়েব মালিক এরপর ব্যাখ্যা করেন, কেন তাঁরা ঈদের সময়টা একসঙ্গে কাটাতে পারেননি, ‘ওর আইপিএলে কাজ আছে। আইপিএল নিয়ে অনুষ্ঠান করছে। এ কারণেই আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা সব সময়ই ভালোবাসা বিনিময় করি। আমি ওকে খুব মিস করি। কতটা মিস করি, তা বলে বোঝাতে পারব না। পেশাদারির দায় থাকে। কিন্তু আপনি ঈদের সময় কাছের অনেক মানুষকেই মিস করবেন।’
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সানিয়া-শোয়েবের নতুন শোর ঘোষণা
তাঁদের দুজনকে নিয়ে যে গুঞ্জন, এটাতে তাঁরা কেউই পাত্তা দেন না বলেও উল্লেখ করেছেন শোয়েব মালিক। উপস্থাপককে তিনি বলেছেন, ‘এ কারণেই (পাত্তা দেন না বলে) আমি বা ও, কেউই কোনো বিবৃতি দিইনি।’