রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংতিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গিরি রঞ্জন ত্রিপুরা (৩০) নামে একজন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্পিতা চাকমা (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাজেকে ২৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।
সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা জানান, সাজেক ইউয়িনের দুর্গম লংতিয়ান পাড়ার বাসিন্দা গিরি রঞ্জন ত্রিপুরার শুক্রবার ভোরের দিকে হঠাৎ করে ডায়রিয়া দেখা দেয়। এতে কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান। এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ায় ডায়রিয়া অধিকাংশ নিয়ন্ত্রণে আসে। এছাড়া গ্রামবাসীদের জন্য ইউনিয়ন পরিষদ থেকে খাবার স্যালাইনসহ ওষুধ পাঠানো হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লতিয়ানা পাড়ায় আরও একজনের মৃত্যু ও গঙ্গারাম এলাকার রেতকাবা গ্রামের অর্পিতা চাকমা(৫) নামের এক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত মারা গেছে বলে শুনেছি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যাবস্থা না থাকায় বর্ষা মৌসুমের সময় পাহাড়ি ছড়ার পানি পান করায় এ সমস্যা দেখা দেয়। উপজেলা প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদের সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে সাজেকের দুর্গম এলাকায় প্রকল্প গ্রহন করে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করে দিতে।