রাঙামাটির সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপহৃত ছাত্রী দ্বীপিতা চাকমাকে ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটিতে উদয়পুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, উদয়পুর সীমান্ত থেকে ঢাবি ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেযে দুর্বত্তরা পালিয়ে যায়। তাকে সাজেক থানার নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার দুপুরে দ্বীপিতা কয়েকজন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি থামিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।