সাজা কমল থাকসিনের

0
183
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার আট বছরের কারাদণ্ড কমিয়ে এক বছর করে দিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। চলতি সপ্তাহের শুরুতে তিনি রাজকীয় ক্ষমার আবেদন করেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।

এর আগে থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী উইসানু ক্রি-এনগামের সিনিয়র সহকারী এএফপিকে জানান, দণ্ডপ্রাপ্ত থাকসিন ক্ষমার জন্য আবেদন করেছেন। থাকসিনের পরিবারের পক্ষ থেকেই ক্ষমার জন্য ওই অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী রাজকীয় ক্ষমার অনুরোধ অবশ্যই সংশোধন বিভাগের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে জমা দিতে হয়। এরপর এটি বিবেচনা করবেন প্রধানমন্ত্রী। বিবেচনার পর প্রধানমন্ত্রীকে অবশ্যই থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কাছে তা জমা দিতে হবে।

স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর গত ২২ আগস্ট দেশে ফিরেই গ্রেপ্তার হন ৭৪ বছর বয়সী থাকসিন। দুর্নীতি মামলায় আগেই তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট। কারাগারে বন্দি হওয়া থেকে বাঁচতে তিনি ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন।
থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.