সাকিবের রেকর্ড এখন মোস্তাফিজের

0
23
মোস্তাফিজুর রহমান
সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন মোস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১৫০ উইকেট।
 
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন ‘দ্য ফিজ’। আর তাতেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন বাঁহাতি এই পেসার।
 
গতকাল ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে ফরম্যাটটিতে দুজনের উইকেটসংখ্যা ছিল সমান ১৪৯। ‘মেন ইন ব্লু’দের বিপক্ষে ১ উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।
 
এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে ফেরেন মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ উন্নতি করে তিনি এখন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.