সাংবাদিক নাদিম হত্যা: বাংলাদেশ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

0
147
গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ এমএফসি’র ১১ দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারেরা এতে সাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, ডেনমার্ক , ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের হাই কমিশনার ও রাষ্ট্রদূতেরা এতে সাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের উপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় আমরা, এমএফসির নিম্নসাক্ষরকারী সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।’

এমএফসির বিবৃতিতে বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.