সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানাকের

0
9

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি (জানাক)। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়। এতে সশস্ত্র বাহিনীর শতাধিক সাবেক সদস্য অংশ নেন।

দেশের সেবা করতে তাদেরকে ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন জানাকের মুখ্য সংগঠক সারজিস আলম।

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, এখানে (নয়া দলে) পরিবারতন্ত্র থাকবে না। যোগ্যদের চেয়ার ছেড়ে দেয়া হবে। ভুল ধরিয়ে দেবেন, নিজেদের সংশোধন করে নেবেন। সব গ্রাম, ইউনিয়ন, থানা ও উপজেলায় নতুন রাজনৈতিক চিন্তা ছড়িয়ে দিন। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, জনগণের স্বার্থে রাজনীতি করলে কেউ আমাদের সরাতে পারবে না। ঐক্যবদ্ধ থাকলে দালালদের ষড়যন্ত্র কাজ হবে না।

জানাকের আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এ মাসের মধ্যে দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে। পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই। তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই।

জানাকের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এতে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.