সমাবেশে ছিলেন, বোনের বিয়েতে থাকতে পারেননি ঢাবি ছাত্রলীগ সভাপতি

0
125

গত শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘শান্তি সমাবেশে’ যোগ দেওয়ায় বোনের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শয়ন যখন রওনা হন, তখন একই পথে বরযাত্রীসহ বোন শ্বশুরবাড়ির দিকে যাত্রা করেছেন। শেষে রাস্তায় দেখা হয় ভাই-বোনের৷ শয়নের বাড়ি কুমিল্লায়।

পথিমধ্যে ভাই-বোনের সাক্ষাতের আবেগঘন মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দীন। এতে বিষয়টি আলোচনায় আসে।

কামাল উদ্দিন পোস্টে লিখেছেন, ‘শয়নের ছোট বোনের বিয়ে ছিল আজ (শুক্রবার)। আজ আমারও বোনের বিয়ে ছিল। আমি বোনকে বাড়িতে উপস্থিত থেকে বিদায় জানাতে পারলেও শয়ন পারেনি। তাই দলীয় কর্মসূচি শেষেই আদরের বোনকে এক পলক দেখতে ছুটে যাওয়া এবং পথিমধ্যে দেখা হওয়া। হৃদয় ছুঁয়ে গেল!’

জানতে চাইলে মাজহারুল কবির শয়ন বলেন, ‘একই দিনে দলীয় কর্মসূচি এবং আমার মেজ বোনেরও বিয়ে ছিল। আমি পরিবারের বড় ছেলে। আমি আর দুজন ছোট বোন আমার। রাত থেকে বিয়ের সকল কাজ করে সকালে কর্মসূচিতে যোগদান করতে ঢাকায় চলে আসি। মূল অনুষ্ঠানে আর থাকতে পারিনি। কর্মসূচি শেষে ফেরার পথে বোনের সঙ্গে রাস্তায় দেখা হয়।’

শয়ন বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, সংগঠনের প্রতি, দেশ মাতৃকার প্রতি টান আমাদের ফার্স্ট প্রায়োরিটি। অনেক সময় আমাদের ব্যক্তিগত হাসি-আনন্দ উৎসব আমরা বিসর্জন দেই সংগঠন, রাষ্ট্রের জন্য।’

গত শুক্রবার আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.