বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান নির্বাহী (সিইও) কে? এই প্রশ্নের জবাবে হয়তো সামনে গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, অ্যাপলের সিইও টিম কুক, টাটা গ্রুপের সিইও নটরাজন চন্দ্রশেখরন ও ইনফোসিসের সিইও সলিল পারেখের নাম আসবে। অনেকে ভাবতে পারেন নেটফ্লিক্সের সিইওর কথা। কিন্তু তাঁদের ছাপিয়েও আরও একজন আছেন, যিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী সিইও। তাঁর নাম ইলন মাস্ক।
মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা ইনকরপোরেটেডের সিইও এবং টুইটারের মালিক ও চেয়ারম্যান ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর বেতন বিশ্বের যেকোনো কোম্পানির সিইওর চেয়ে বেশি। ওয়ার্ল্ডস ফরচুন ৫০০ কোম্পানি’স-এর তালিকায় সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইওদের মধ্যে ১ নম্বরে আছেন।
২০২২ সালে বেতন হিসেবে ইলন মাস্ক ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার পেয়েছিলেন। তাঁর বেতন সুন্দর পিচাই, সত্য নাদেলা, টিম কুক, এন চন্দ্রশেখরনসহ বিশ্বের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের চেয়ে অনেক বেশি।
সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইওদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন টিম কুক। যুক্তরাষ্ট্রের চিপ কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং তৃতীয় অবস্থানে আছেন। আর চতুর্থ অবস্থানে আছেন নেটফ্লিক্সের প্রধান নির্বাহী রিড হ্যাস্টিংস। সর্বোচ্চ বেতনভোগী সিইওদের সবাই প্রায় প্রযুক্তি ও বায়োটেক প্রতিষ্ঠানের।
ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বসের মতে, তাঁর মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৭২০ কোটি মার্কিন ডলার।