সন্তানের বিচার চাইতে গিয়ে আবারও কাঁদলেন ফারদিনের বাবা

0
337
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বুয়েটশিক্ষার্থী ফারদিনের বাবা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি

নূরউদ্দিন অভিযোগ করে বলেন, ‘আজকে আমাদের সবার, দুরন্ত বিপ্লবের পরিবার, বন্ধুমহল ও দেশবাসীর প্রত্যাশা, হত্যাকাণ্ডের তদন্ত যথাযথ প্রক্রিয়ায় চলবে, কোনো রকম প্রভাব থাকবে না, কেউ মিডিয়া ট্রায়ালের শিকার হবে না এবং ন্যায়সংগত বিচার হবে৷’

‘সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব ও বুয়েটের মেধাবী ছাত্র ফারদিন নূরের নির্মম হত্যার প্রতিবাদে’ সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট এবং নিহত ব্যক্তিদের বন্ধুমহল যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন আয়োজন করে৷ ফারদিন ও দুরন্ত বিপ্লবের পরিবারের সদস্যরাও এতে অংশ নেন৷

ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন বলেন, ‘আজ আমি যে এখানে দাঁড়িয়েছি, এই দিনটি আমার প্রত্যাশিত ছিল না৷ আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে বুয়েটে পরীক্ষা শেষে পরদিন বাসায় ফিরে মায়ের সঙ্গে ভাত খাওয়ার কথা ছিল৷ সেই ছেলেটা মাঝপথে কীভাবে কার সঙ্গে জড়িয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, তার কোনো হদিস আমি পাইনি৷ নিখোঁজের পর ট্র্যাক করে কোথায় কী পাওয়া গেল, কিছুই আমরা জানতে চাই না৷’

বক্তব্যের সময় ফারদিনের বাবা কাঁদছিলেন৷ সবার উদ্দেশে তিনি বলেন, ‘সন্তান হারানো পিতাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তাঁর মর্মবেদনা আপনারা অনুভব করবেন৷ এই ভেবে শঙ্কিত হবেন, আগামী দিনে আপনার সন্তান বা কোনো স্বজনকে হারাতে পারেন৷ ফারদিন আর কোনো দিন ফিরবে না৷ আমরা আর কোনো সন্তানকে হারাতে চাই না৷ আমরা আর এভাবে কাঁদতে চাই না৷ সন্তানদের নিরাপত্তা চাই৷’

যুবলীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ বলেন, ‘কী কারণে মেধাবী বিতার্কিক, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটের ছাত্র ফারদিন নূরকে খুন করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে, তা আমরা জানি না৷ সে বাংলাদেশের সম্পদ ছিল৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর স্বাধীনচেতা চরিত্রের দুরন্ত বিপ্লব কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন৷ তাঁকে হারানো আমাদের রাজনীতি ও তারুণ্যের জন্য বিশাল ক্ষতি৷ আমরা প্রতিটি হত্যার মতো এরও (দুরন্ত বিপ্লব ও ফারদিন হত্যা) বিচার চাই৷’

দুরন্ত বিপ্লবের খালাতো ভাই মোহাইমেন বয়ান বলেন, ‘স্বৈরাচার এরশাদ ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনে দুরন্তের প্রেরণায় লড়াই-সংগ্রাম করেছি৷ সেই দুরন্ত আজ আমাদের মাঝে নেই৷ তাঁর এই অস্বাভাবিক চলে যাওয়াকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না৷ যত দিন সঠিক তদন্ত না হবে, তত দিন এই হত্যাকাণ্ডের তদন্ত চলুক৷’

মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়৷ সেখানে ৭ দফা দাবি জানানো হয়৷ এগুলো হলো বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দুরন্ত বিপ্লব ও ফারদিন নূরের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; ডিজিটাল বাংলাদেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসী-অপরাধী শনাক্ত করতে গোটা রাজধানীতে সিসিটিভি ক্যামেরা প্রযুক্তিকে আরও কার্যকর করা; সব নদীর উভয় তীরে খেয়াঘাট বা পারাপারের স্থানে রাতের অন্ধকার দূর করতে পর্যাপ্ত আলো-বাতি স্থাপনসহ নৌ পুলিশকে আরও সক্রিয় করা; দুরন্ত ও ফারদিনের পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ বা সহযোগিতা নিশ্চিত করা; বিভ্রান্তিকর তথ্য বা সংবাদ প্রকাশকারী গণমাধ্যম ও প্রকাশকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা; আগামী প্রজন্মের স্বার্থে সব ধরনের মাদক ব্যবসায়ীদের নির্মূল করা ইত্যাদি।

মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল বক্তৃতা করেন।

৪ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূরের মরদেহ উদ্ধার করে পুলিশ৷

অন্যদিকে ৭ নভেম্বর থেকে নিখোঁজ দুরন্ত বিপ্লবের মরদেহ ১২ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। তিনি আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.