সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না: জাতিসংঘ মহাসচিবকে নাহিদ

0
15
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারকেই করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে দেবে না বলেও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মন্তব্য করেছেন এই তরুণ নেতা।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে নাগরিক পার্টির এই নেতা বলেন, সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এ ছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।

বৈঠকে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.