টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ। আফগানিস্তান-পাকিস্তান সিরিজের পর এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কাও বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে। এবার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই লড়াইয়ে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।
প্রস্তুতি এই ম্যাচে বাংলাদেশ দলের পক্ষে টস করেছেন মেহেদী মিরাজ। দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। টস হেরে জানিয়েছেন, পরে ব্যাট করাই পছন্দ করতেন তিনিও।
গুয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার পালা চন্ডিকা হাথুরুসিংহের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সেলের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোন ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারে।
এর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। তার জায়গা পূরণই বিশ্বকাপে টাইগারদের মূল চ্যালেঞ্জ।