
রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় এক নারীকে হেনস্তার অভিযোগে মো. রাসেল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এক নারীকে বিভিন্ন কথা বলে হেনস্তা করার ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ডিবির সাইবার দল কাজ শুরু করে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি দল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলে হেনস্তা করছেন এক যুবক।