শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
15
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন সেক্টরের অংশিজনরা নিজেদের মতামত তুলে ধরেন।
 
চা, পর্যটন, মৎস, কৃষি, যোগাযোগ, রেমিট্যান্সসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের দুর্নীতি, অবহেলা ও উন্নয়নবঞ্চনা নিয়ে কথা বলেন অংশিজনেরা।
 
তারা বলেন, সিলেটে একের পর এক মেগা প্রকল্প নেওয়া হয়েছে, যার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। প্রকল্প মাঝপথে আটকে থাকলেও বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। ফলে উন্নয়নবঞ্চিত থেকেছে সিলেট। বিভ্রান্ত পরিকল্পনা ও লুটপাটের কারণে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন প্রভৃতি বিষয়ে ব্যয় করা অর্থ মানুষের জীবনে কোনো সুফল বয়ে আনতে পারেনি।
 
সভায় অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে ভীতি ও আস্থাহীনতা এখনও বিদ্যমান। রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন অথবা ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হচ্ছেন। বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই অবস্থার পরিবর্তন কামনা করে এবং এ লক্ষেই কাজ করছে।
 
তিনি বলেন, ভয়-ভীতির ঊর্ধ্বে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কথা বলতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ ব্যাপারে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। অর্থনৈতিক অবস্থার সংস্কারে এ ধরনের আলোচনা অব্যাহত রাখা হবে। সবার মতামত এবং বাস্তবতা পর্যবেক্ষণের মাধ্যমেই শ্বেতপত্র প্রণয়ন করা হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক এ কে এনামুল হক সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও ডিন, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ফেরদৌস আর বেগম সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও সিইও, বিজনেস ইনশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ড. ইমরান মতিন সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভরন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ড. কাজী ইকবাল সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ড. ম তামিম সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও অধ্যাপক বুয়েট, ড. মোহাম্মদ আবু ইউসুফ সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট (র‍্যাপিড) অধ্যাপক মোস্তাফিজুর রহমান সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সম্মাননীয় ফেলো, সিপিডি ওকোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম, ড. সেলিম রায়হান সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) শরমিন্দ নীলোর্মি সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. তাসনিম সিদ্দিকী সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু)ড. জাহিদ হোসেন সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংক (ঢাকা কার্যালয়)। এ ছাড়াও ছিলেন সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.