কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার অপহৃত সেই ৬ জনকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড় থেকে এক শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)। তারা সকলেই সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
জানা যায়, অপহরণের পর পরই অপহৃতদের আত্নীয়-স্বজন সিলেটের জকিগঞ্জ থানার শরণাপন্ন হন। জকিগঞ্জের পুলিশ তৎক্ষণাত মোবাইল ট্র্যাকিং করে অপহৃতদের সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকাটি শনাক্ত করে। পরে টেকনাফের পুলিশও জানায় যে, হাবিরছড়া নামের এলাকাটি অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের আস্তানা হিসেবে পরিচিত।
টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ সদরে যাওয়ার পথেই পাহাড় ও সাগর তীরের হাবিরছড়া নামের এলাকাটি অপহরণকারী ও মানব পাচারকারীদের একটি বড় আস্তানা। দেশ-বিদেশের নানা প্রান্তে রয়েছে এসব অপহরণকারীদের দালাল ও সোর্স। দেশের বিভিন্ন এলাকা থেকে তারা কৌশলে লোকজনকে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে টেকনাফ নিয়ে আসে। টেকনাফের পাহাড়ে রয়েছে এসব পাচারকারী দলের পৃথক পৃথক আস্তানা। বিশেষ করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া, বড়ডেইল, নোয়াখালী পাড়া, হ্নীলা ইউনিয়নের পাহাড়ের লেদা, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া, রাজুরছড়া, মিঠাপানিরছড়াসহ আরও অনেকগুলো পয়েন্টে রয়েছে পাচারকারীদের আস্তানা।
এর আগে, মঙ্গলবার বিকেল থেকে পুলিশি তৎপরতা শুরু হলে অপহরণকারীরা অপহৃতদের মধ্যে রশিদ আহমদ নামের একজনকে দিয়ে ০০৬২৮২১৭২৪৩৩২৫০ নম্বর থেকে মোবাইলে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে কল করে তাদের ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যায় বাহার উদ্দিন নিখোঁজদের ৪ জন স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
সেখানে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান অভিযোগের পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া পর পরই পুলিশের একটি টিম এ নিয়ে কাজ শুরু করে। রাতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ এবং অন্যান্য সংস্থাও কয়েকটি দলে ভাগ হয়ে কাজ শুরু করে। পরে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করি।