শেষ মুহূর্তের গোলে ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের হার

0
7

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচের যোগ করা সময়ে হজম করা এ গোলে টেবিলের তলানিতে চলে গেলো লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় দুপুর ৩টায়।

ম্যাচের প্রথমার্ধে চোখে চোখ রেখেই লড়াই করে বাংলার যুবারা। দ্বিতীয় হাফে ইয়েমেনের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। তবে তীরে এসেই যেন তরী ডুবলো টাইগারদের, ম্যাচের যোগ করা সময়ে অর্থাৎ ৯৪তম মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। সেটি আর শোধ করার সুযোগ পাইনি তারা।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না সাইফুল বারী টিটুর দলের সামনে। তবে শেষ মুহূর্তের গোলে হেরো গেলো টাইগার যুবারা।

যদিও শক্তি-ভারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ছিল ইয়েমেন। ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের পার্থক্য ২৮, বাংলাদেশ ১৮৪ নম্বরে আর ইয়েমেনের অবস্থান ১৫৬তম। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ইয়েমেন। এর আগে যদিও কখনো অনূর্ধ্ব-২৩ দল মুখোমুখি হয়নি। তবে ২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল হেরেছিল ৩-০ গোলে।

আর ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চেই ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৪ সালে। সেবার মুখোমুখি হয়েছিল দুই দেশের সিনিয়র দল। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল ১-০ গোলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.