শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সবই করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

0
36
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ১৭ অক্টোবর, ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবই করবে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আজ নিজ মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী, তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত এক মাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাঁকে (শেখ হাসিনা) ফেরত আনার জন্য যা যা প্রয়োজন, সেটি অবশ্যই আমরা করব।’

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কীভাবে আনা হবে, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, কোর্ট (আদালত) বলেছেন গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ, তিনি (শেখ হাসিনা) দেশে নেই। যখন আমাদের কাছে (পরোয়ানা) আসবে, তখন দেখা যাবে।’

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘মাত্র খবরটা (গ্রেপ্তারি পরোয়ানা) এসেছে। সামনে হয়তো হালনাগাদ তথ্য পাব। বিস্তারিত এলে হয়তো জানাতে পারব।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়া তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এই ট্রাইব্যুনাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.