শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল

0
18
তিস্তায় হঠাৎ উজানের ঢল

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎই বাংলাদেশ অংশের তিস্তা নদীতে পানি বেড়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

রোববার (২৭ এপ্রিল) পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত ডালিয়া ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

জানা যায়, শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। রাতে তিস্তা অববাহিকায় ঝোড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে পানি বেড়েছে। তবে এখনো ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

তিস্তাপাড়ের বাসিন্দা স্থানীয় এক কৃষক বলেন, ‌শনিবার রাতে ঝড়ের পর বেশ বৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তিস্তায় পানি বাড়ছে।

লালমনিরহাট সদর উপজেলার কৃষকরা বলছেন, শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারেজ ও তার আশপাশের এলাকায় ধূ-ধূ বালুচর ছিল, সেই তিস্তায় রোববার সকাল থেকে পানি উঠতে শুরু করে। তবে হঠাৎ পানি কিছুটা বাড়ার ফলে ফসলে সেচ দিতে সহায়ক হবে।

এ বিষয়ে ডালিয়া ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তার পানি সামান্য বেড়েছে। তবে এখনও পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.