শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে হামদ-নাত একাডেমীকে কম্পিউটার প্রদান করেন জোন কমান্ডার

0
62
রাঙ্গামাটির জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি
রাঙ্গামাটিতে হামদ-নাত একাডেমী হামদ-নাত, কেরাত ও আযান প্রতিযোগিতার আয়োজন করেছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটির জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি। গত রাতে (২৬ অক্টোবর) রাঙ্গামাটির শিশু একাডেমীতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

জোন কমান্ডার বলেন, ‘ জীবনে আমি কখনও কোন প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে মিস করি নাই, প্রথম হতে না পারলেও। যে প্রথম থাকতো সে খুবই ভাল ছিল, সে  আমারই ক্লাসমেট। সে এখন বিদেশে গায়ক হিসেবেই আছে। যদিও একবার ব্যতিত।একবার মাত্র নাত প্রতিযোগিতায় প্রথম হয়েছি। তাই হামদ-নাতের প্রতি আমার একটা সফট কর্ণার রয়েছে।’

রাঙ্গামাটির জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি
তিনি আরো বলেন, ‘আগে মাত্র গুটিকয়েক নাতের প্রচলন ছিল। এখন অনেক নতুন নতুন হামদ ও নাত রয়েছে। আমি প্রতিবারেই পুরস্কার পেতাম। হামদ ও নাতের গানের মধ্যে একটা ইমোশন বা মাদকতা আছে কিন্তু আমি কখনই গান গাইতে পারতাম না। জীবনে কোন কারিকুলাম নেই যে আমি অংশ গ্রহন করি নাই। কবিতা আবৃত্তি থেকে শুরু করে সবকিছুতেই আমি অংশ গ্রহন করেছি।’

তিনি বলেন, যারা হামদ ও নাতের প্রতিযোগি রয়েছে তাদেরকে প্রশিক্ষিত করতে একটি ডেক্সটপ কম্পিউটার উপহার হিসেবে নিয়ে এসেছি। যেন তারা হামদ ও নাতের পাশাপাশি কম্পিউটারেও প্রশিক্ষণ নিতে পারে। তিনি প্রতিযোগিদের উৎসাহ দিতে তাদেরকে প্রশংসা করেন।

আলহাজ একেএম মুকছুদ আহমেদ, প্রকাশক ও সম্পাদক দৈনিক গিরিদর্পন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ একেএম মুকছুদ আহমেদ, প্রকাশক ও সম্পাদক দৈনিক গিরিদর্পন। আরো উপস্থিত রয়েছেন  মোঃ সাইফুল ইসলাম, স্বত্ত্বাধিকারী হোটেল সুফিয়া ইন্টারন্যাশানাল,রাঙ্গামাটি; মোঃ মাহাবুব, মডেল কেয়ার টেকার ইসলামিক ফাউন্ডেশন, মাওলানা নাইম রেজা কাদেরী বিমারে ইমকে মোস্তফা (দ:) সুন্নিয়া মাদ্রাসা, হাটহাজারী;দৈনিক প্রভাত আলো সম্পাদক ও এফআইটিভি চেয়ারম্যান মহাবীর চাকমা; রাঙ্গামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পরশ চাকমা ও মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, পরিচালক হামদ-নাত একাডেমী, রাঙ্গামাটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনামুল হক হারুন।
অনুষ্ঠানে মুকছুদ আহমেদ আক্ষেপ করে বলেন,‘ আমি রিজার্ভ বাজারে ৪০বছর থাকাকালিন হামদ-নাত ও ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। কারণ সবাই ব্যবসার প্রতি মনোযোগ দেয় কিন্ত শিক্ষা দীক্ষার ব্যাপারে মনোযোগ দেয় না।
পার্বত্য অঞ্চলের সাংবাদিকতায় পথিকৃত হিসেবে পরিচিত এই বরেণ্য সাংবাদিক আরো বলেন, ‘‘৫৫বছর আগে এখানে কোন সংবাদপত্র ও সাংবাদিক ছিল না। তিনিই সর্বপ্রথম সাংবাদিকতা শুরু করেন এবং গিরিদর্পন প্রতিষ্ঠা করেন। এখন অনেক পত্রিকা বের হচ্ছে এবং অনেক সাংবাদিক তৈরী হয়েছে। আগামী ১৫ নভেম্বর তিনি এই পেশায় ৫৫বছর পূর্ণ করবেন।
প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.