শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে সরকার নিষেধ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার।
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের পক্ষে নাগরিক সমাজের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিক সমাজের অনেকে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে, তৃতীয় কোনো পক্ষ, স্বার্থান্বেষী মহল যেন কোনো সুবিধা নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকতে হবে।’
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা সরকারের প্রতি গণদাবি ছিল। সেটা পূরণ করায় সরকারকে ধন্যবাদ। জামায়াত নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি প্রমাণ করে, তাদের সম্পর্ক কত গভীর।
কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী ‘গেম’ খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কারও ঢাল হিসেবে ব্যবহার হবে না—এমন আশা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে।
এ সময় শিক্ষার্থীদের আটক নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য আবার সময়সূচি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু বিশ্বাস করি, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবেন। তাঁরা কোনো অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না।
ওবায়দুল কাদের জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সবার সঙ্গেই মতবিনিময় করবেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী; দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।