শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে: নুর

0
6
নুরুল হক নুর
সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করার দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
 
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি করেন।
 
নুরুল হক নুর বলেন, ‘প্রাথমিকসহ সব শিক্ষকের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে।’
 
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় তাদের প্রথম শ্রেণির অর্ন্তভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরি ব্যবস্থা করা হবে।’
 
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব।’
 
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আপনাদের দাবি দাওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয় ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া এগুলো আর বাংলাদেশের চলবে না।’
 
এর আগে শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.