পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে সাদামাটা বোলার অ্যাখ্যা দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও হেড কোচ রবি শাস্ত্রী। তার মতে, ওয়াসিম আকরামের সঙ্গে শাহিনের তুলনা মানায় না।
ভারতের বিপক্ষে শাহিন আফ্রিদি ৬ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তবে আগের দুই ম্যাচে খুবই বাজে বোলিং করেছেন তিনি। বিষয়টি উল্লেখ করে রবি শাস্ত্রী বলেছেন, ‘শাহিন ভালো বোলার মানছি। নতুন বলে উইকেট নিতে পারে। কিন্তু পাশে নাসিম শাহ না থাকলে এবং স্পিনাররা উইকেট না পেলে সে সাদামাটা।’
ওয়াসিম আকরামের সঙ্গে তুলনায় শাস্ত্রী বলেছেন, ‘শাহিন ভালো বোলার। কিন্তু সে ওয়াসিম আকরাম নয়। এখনই ওকে নিয়ে এতো বাড়াবাড়ি করার দরকার নেই।’
শাহিন আফ্রিদি দারুণ কোন বোলার নয় এটা পাকিস্তানের ভক্তদের মেনে নিতে বলেছেন রোহিত-বিরাটদের সাবেক কোচ, ‘শাহিন ঠিকঠাক বল করলে সেটা ঠিকঠাক বলতে হবে। কিন্তু ওকে মাথায় তুলে নাচার কিছু নেই। সে দারুণ কোন বোলার নয়, এটা মেনে নিতে হবে।’